বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

বিয়ানীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচির আয়োজন করা হয়।

২৬ মার্চ স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে ৩১বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরে স্মৃতি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন শ্রেণীপেশার নানা সংগঠন।

সকালে বিয়ানীবাজার পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, বিএনসিসি, আনসার ভিডিপি, বাংলাদেশ স্কাউটস, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সদস্যদের অংশগ্রহনে কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম পল্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জাতীয় পতাকা উত্তোলন ও প্যারেড সালাম গ্রহন করেন।

এসময় শিক্ষার্থীদের অংশগ্রহনে ডিসপ্লে প্রর্দশনী অনুষ্ঠিত হয়।

দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধণা প্রদান করে উপজেলা প্রশাসন।

Back to top button