অবহেলা অনিয়মের স্বর্গরাজ্য বিয়ানীবাজার সরকারি হাসপাতাল
* রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারের মান নিয়ে রয়েছে প্রশ্ন * ভর্তিকৃত প্রসূতি রোগীদের হাসপাতাল থেকে বাসায় নিয়ে যান সেবিকারা * মুমূর্ষু রোগীদের জন্য সঠিক সময়ে পাওয়া যায়না অ্যাম্বুলেন্স চালককে

মহসিন রনি, সিনিয়র প্রতিবেদক ঃ বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন রোগীদের জন্য অনিয়ম আর অবহেলার স্বর্গরাজ্য পরিনত হয়েছে বিগত কয়েকবছর থেকে। এক অ্যাম্বুলেন্স চালক আর সেবিকাদের কাছেই অসহায় হয়ে আছেন সাধারণ রোগীরা। প্রসূতি যেসকল রোগীরা বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হোন তাদেরকে বিভিন্ন ভাবে বুঝিয়ে নিজেদের বাসায় প্রসূতি সেবা দেয়ার আশ্বাস দিয়ে নিয়ে যান তারা বিনিময়ে তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকেন তারা এমন অভিযোগ এখন বিয়ানীবাজার চিকিৎসা পাড়ায় বাতাসের মতো উড়ছে।গত বছরের মে মাসে প্রসবরত অবস্থায় নবজাতকের অপ্রত্যাশিত
মৃত্যু নিয়ে এলাকায় কম তোলপাড় হয়নি যেখানে দীর্ঘ দিন থেকে একই উপজেলা কর্মরত আছেন সব সেবিকারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রাইভেট চেম্বারের কর্মচারী বলেন, আপারা টাকার বিনিময়ে প্রসূতি মায়েদের ডেলিভারি করান। আমিও অনেক সময় তাদের কাছে রোগী পাঠাই।
নিয়ম নীতির তোয়াক্কা না করা সেবিকাদের মতোই দীর্ঘ দিন থেকে বিয়ানীবাজারে কর্মরত আছেন অ্যাম্বুলেন্স চালক। বিভিন্ন সময় হাসপাতালে ভর্তিকৃত রোগীরা বাঁচার আকুতি নিয়ে সিলেট যাওয়ার জন্য সঠিক সময়ে পাননা এই চালককে। জানা যায়, বিয়ানীবাজার উপজেলায় বাড়ি হওয়ায় এবং এখানে পোস্টিং হওয়ায় বেশ আরাম আয়েশেই কাটছে দিন।
রাহি নামের এক ভুক্তভোগী প্রতিবেদককে বলেন,বিগত কয়েকদিন আগে আমরা আমাদের রোগীকে নিয়ে হাসপাতালে আসি সেখানে রোগীর অবস্থা আশংকাজনক হলে ডাক্তার সিলেট নিয়ে যাওয়ার জন্য বলেন এ সময় স্থানীয় সরকারি অ্যাম্বুলেন্স চালকের মোবাইল নাম্বারে ফোন করলেও চালক আসতে পারবেন না বলে জানান। বাধ্য হয়ে প্রাইভেট অ্যাম্বুলেন্স করে দিগুণ ভাড়া দিয়ে আমরা রোগীকে নিয়ে সিলেট যাই। এদিকে হাসপাতালে খাবারের মান নিয়ে অভিযোগ নতুন নয়। নাম প্রকাশে অনিচ্ছুক ভর্তিকৃত এক রোগীর স্বজন জানান, এখানে আমাদের যে খাবার দেয়া হচ্ছে সেটা নাম মাত্র। খাবারের মান ভালো না বললেই চলে।
এসব বিষয়ে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মুহাম্মদ মনিরুল হক বলেন, অ্যাম্বুলেন্স চালক নিয়ে আমার কাছে আগেও অভিযোগ এসেছে আমরা তাকে সতর্ক করেছি। এ ছাড়াও নার্সদের নিয়ে যে অভিযোগ রয়েছে অতীতে এরকম অভিযোগ পেয়ে আমরা অনেককেই প্রসূতি শাখা থেক সরিয়ে দিয়েছি জনবল সংকট থাকায় সবাইকে সরানো সম্ভব হয়না। তার পরেও এরকম প্রমাণ পেলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো। খাবারের মান এতোটা খারাপ বলা যায়না তবে এটায় বিভিন্ন প্রক্রিয়ার একটা বিষয় রয়েছে যেটা আমাদের আমলে আছে।