রেমিট্যান্সের শহরে পরিণত হচ্ছে বিয়ানীবাজার

মহসিন রনি, সিনিয়র প্রতিবেদক : বিয়ানীবাজার উপজেলায় প্রবাস যাওয়ার প্রবণতা বেড়েছে অতীতের তুলনায় কয়েকগুণ। বিশেষ করে ইউরোপ আমেরিকার দেশগুলোতে প্রতি মাসে এই উপজেলা থেকে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন কয়েকশো উঠতি বয়সী তরুণ। তরুণদের বিদেশ যাওয়ার এই প্রবণতায় নতুন করে স্বপ্ন দেখছে পুরো উপজেলা বিগত কয়েক মাস থেকে স্থানীয় ব্যাংক গুলোতে রেমিট্যান্স আসার সংখ্যা বাড়ার সাথে সাথে বেড়েছে লেনদেন যেটাকে ইতিবাচক এবং অর্থনীতিতে বড় অর্জন হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য মতে,গত জানুয়ারি মাসে সিলেট বিভাগে ২২ কোটি ৫০ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীর। যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসীই সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা। অতীতের দেশের ক্রান্তিলগ্নে প্রবাসীদের এগিয়ে আসার ফলে অত্র অঞ্চলের দরিদ্র এবং সংকট মোকাবেলাকারী অসহায় মানুষেরা ভরসা পেয়েছিলেন। এবার সেই প্রবাসীদের সংখ্যা বাড়ায় শুধু যে দেশের অর্থনীতি লাভবান হচ্ছে তাই না ভরসা পাচ্ছেন পরিবার সহ অসহায় দরিদ্র মানুষেরা।
ফ্রান্স প্রবাসী মামুনুর রশিদ বলেন, অতীতের তুলনায় ইউরোপেও এখন মানুষ আসার সংখ্যা বেড়েছে যারা এসে কাজ পাচ্ছেন তারা দেশে রেমিট্যান্স পাঠাচ্ছেন যেটা আমাদের দেশের জন্য খুবই ভালো। আমরাও দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে চেষ্টা করি পাশে দাড়ানোর জন্য।
এ বিষয়ে বিয়ানীবাজার ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজার তোফায়েল আহমদ বলেন, গতবছরের তুলনায় এ বছর প্রবাস থেকে রেমিট্যান্স আসার সংখ্যা বেড়েছে। আরো বাড়বে জুন এবং জুলাইর দিকে পুরো তথ্য বলা যাবে আশা করছি। এ ছাড়াও প্রবাসমুখী অনেকেই ব্যাংকে এসে লেনদেন করছেন অর্থাৎ প্রবাস যাওয়ার প্রবণতা বেড়েছে আগের তুলনায় কয়েক মাসের মধ্যে রেমিট্যান্স আসা আরো বাড়তে পারে।