বিয়ানীবাজার সংবাদ

সংরক্ষিত নারী আসন: বিয়ানীবাজারের রুমা চক্রবর্তীর চমক

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সিলেটে আ’লীগের মনোনয়ন পেয়ে রীতিমতো চমক দেখালেন বিয়ানীবাজার উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুমা চক্রবর্তী।

বুধবার (ফেব্রুয়ারি ১৪) বিকেলে গণভবনে সংরক্ষিত নারী আসনের আওয়ামী লীগের ৪৮ প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সেখানে রুমা চক্রবর্তীসহ নারী আসনে ৪৮ প্রার্থী চূড়ান্ত করা হয়।

রুমা চক্রবর্তী ইতিপূর্বে বিয়ানীবাজার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

তাঁর বাড়ি বিয়ানীবাজার পৌর এলাকার সুপাতলা গ্রামে।

রুমা চক্রবর্তী আওয়ামী লীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। বিয়ানীবাজারে এই প্রথম সংরক্ষিত নারী আসনে রুমা চক্রবর্তী এমপি’র মনোনয়ন পাওয়ায় আনন্দ উচ্ছ্বাস লক্ষ করা গেছে।

Back to top button