বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা করবেন আব্দুল বারী

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীতার ঘোষণা দিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সাবেক ছাত্রনেতা মো. আব্দুল বারী।

শুক্রবার সন্ধ্যায় মাথিউরা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে সর্বস্তরের মাথিউরাবাসীর সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

বিয়ানীবাজারের ছাত্র রাজনীতিতে নব্বই দশকের তুখোড় ছাত্রনেতা মো. আব্দুল বারী বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন। তিনি বর্তমানে সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সিলেট জেলা যুবলীগের সহ সভাপতি ও বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন।

মাথিউরা ইউনিয়নের প্রবীণ মুরব্বি কুতুব উদ্দিনের সভাপতিত্বে সভায় সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. আব্দুল বারী বলেন, আমি নির্বাচন করছি এটা নিশ্চিত। দীর্ঘদিন রাজনীতি করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। কখনো কাউকে ঠকাইনি। আশা করি জনগণ বিবেচনা করবে।

মো. আব্দুল বারী বলেন, আমি আমার নির্বাচনী এলাকার ভোটারদের সাথে যোগাযোগ শুরু করে দিয়েছি। ইতোমধ্যে উপজেলা পরিষদ নির্বাচনের দিনক্ষণ গগণা শুরু হয়ে গেছে, তাই সক্রিয়ভাবে আমি মাঠে নেমে পড়েছি। আমি বিগত দিনে আপনাদের পাশে থেকে আপনাদের সকল সুখে-দুঃখে ছিলাম, একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে ভবিষ্যতেও আপনাদের সুখে-দুঃখে থাকতে চাই।

তিনি আরো বলেন, আমার রাজনৈতিক ক্যারিয়ারে কোন চাঁদাবাজি, ট্রেন্ডারবাজি, জমি দখল করার মত কোন কেলেঙ্কারি নেই। কেউ যদি আমার বিরুদ্ধে কোন অভিযোগ তুলতে পারেন, তাহলে আমি রাজনীতি থেকে বিদায় জানাবো। আজ আপনাদের মাঝে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় থাকতে প্রার্থীতা ঘোষণা করছি এবং আপনাদের সকলের দোয়া ও সমর্থন চাই।

মতবিনিময় সভায় সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি, প্রবীণ মুরব্বী, সালিশ ব্যক্তিত্ব, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকার প্রতিনিধিগণসহ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

Back to top button