বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে ই য়াবা ও গা জাসহ আটক ১

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ইয়াবা ও গাজাসহ একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুরপুর বাওরাটুল এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই পরিতোষ পালের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বাহাদুরপুর বাওরাটুল এলাকার মৃত আকল আলীর পুত্র বলাই হোসেন (৪৫)কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ পিছ ইয়াবা ও ৩শত গ্রাম গাজা জব্দ করা হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় পুলিশ বাদী হয়ে মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।