কানাডায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সিলেটের যুবক
জুবায়ের আহমদ, কানাডাঃ কানাডার টরেন্টোতে বাংলাদেশী এক যুবক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। আহত ঐ যুবকের নাম আব্দুশ শহিদ(৩২)। তার বাড়ি বাংলাদেশের সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায়। সে উপজেলার মুল্লাপুর ইউনিয়নের পাতন গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
রবিবার(৪ জানুয়ারি) টরেন্টোর স্থানীয় সময় সন্ধ্যা ৭ টার সময় কাসালফ্রাঙ্ক(ব্লোর রোড) স্টেশনের সামনে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। জানা যায়, সাইকেল নিয়ে যাওয়ার সময় টরেন্টো পুলিশের একটি গাড়ি তার পিছনে ধাক্কা দেয়। এতে রাস্তার মধ্যে সিটকে পড়েন তিনি।
ঘটনার পর পর জরুরি পুলিশ এবং প্যারামেডিক টিম ঘটনাস্থলে পৌছায়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে প্রেরণ করা হয়। প্যারামেডিক টিম জানায়, তার মেরুদন্ড এবং ন্যাক ভেঙ্গে গেছে। একই সাথে মাথায় ও আঘাত পেয়েছেন। ইতিমধ্যে তার একটি অস্ত্রপাচার সম্পন্ন করা হয়েছে। হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে, গুরুতর আহত হলেও তার জীবন সঙ্কার মধ্যে নয়।
স্থানীয় সূত্রে জানা যায় , গেল কয়েক মাস আগে কানাডার টরেন্টোতে ভিজিট ভিসায় আসেন আব্দুস শহিদ। এসেই পড়েন এমন দুর্ঘটনায়।