বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে সিএনজি ফিলিং স্টেশনের একটি বন্ধ রেখে অপরটি চালু নিয়ে ক্ষোভ

স্টাফ রিপোর্টার :
বিয়ানীবাজারে দু’টি সিএনজি গ্যাস স্টেশনের মধ্যে একটিতে রাত থেকে গ্যাস সরবরাহ শুরু এবং অপরটি বন্ধ থাকার কারণে চালকদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। খসির এলাকার হযরত রায়পুরি রহ. গ্যাস স্টেশন কর্তৃপক্ষ এ নিয়ে প্রতিবাদ করেও কোন ফল পাচ্ছে না। তাই গত রাত থেকে এ পর্যন্ত স্টেশনের পাশে লাইন ধরে আছে শত শত যানবাহন।

সংশ্লিষ্টরা অভিযোগ করে বলেছেন, জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের একজন কর্মকর্তার একচোখা নীতির কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানাগেছে, দক্ষিন বিয়ানীবাজারের মাহমুদ সিএনজি স্টেশন গত ২৬ জানুয়ারী তাদের জ্বালানী ফুরিয়ে গেছে মর্মে নোটিশ টানিয়ে যান বাহনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। পরবর্তীতে গত রাত থেকে তারা আবার যান বাহনে গ্যাস সরবরাহ শুরু করে। সরেজমিন গিয়ে দেখা গেছে, রাত থেকে এ পর্যন্ত শত শত গাড়ী মাহমুদ সিএনজি স্টেশন থেকে গ্যাস নিচ্ছে।

এদিকে প্রায় একই সময়ে খসির এলাকার হযরত রায়পুরি রহ. ফিলিং স্টেশনও বন্ধ হয়ে যায় থেকে গ্যাস ফুরিয়ে যাওয়ার কারণে। তবে গত রাত থেকে মাহমুদ সিএনজি স্টেশনের গ্যাস সরবরাহের খবর পেয়ে গাড়ী চালকরা দুই স্টেশনের গ্যাসের জন্য দৌড়ঝাঁপ শুরু করেন। কিন্তুু হযরত রায়পুরি রহ. ফিলিং স্টেশন কর্তৃপক্ষ তাদের কাছে অনুমতি না আসা পর্যন্ত গ্যাস সরবরাহ করবে না মর্মে জানিয়ে দিলে সেখানে দেখা দেয় ক্ষোভ।

হযরত রায়পুরি রহ. ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, এ নিয়ে তারা জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে কোন ফল পাচ্ছেন না। তারা এ বিষয়টিকে রহস্যজনক বলে মনে করছেন।

এ বিষয়ে জানতে জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি মাহমুদ সিএনজি স্টেশনকে গ্যাস সরবরাহের অনুমতি দিয়েছেন বলে জানান। তবে অপর স্টেশনটিকে একই সময়ে না দেওয়ার বিষয়ে তিনি কোন ব্যাখ্যা না দিয়ে বলেন আজ রাতে এটি চালুর ব্যবস্থা করবেন।

Back to top button