বিয়ানীবাজারের সিনিয়র সাংবাদিক এম এ আব্দুল ওয়াদুদের মাতৃ বিয়োগ, বিভিন্ন মহলের শোক

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আব্দুল ওয়াদুদের মাতা না ফেরার দেশে চলে গেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মরহুমার জানাজার নামাজ আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) বাদ এশা দক্ষিণ দাসউরা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
এদিকে সিনিয়র সাংবাদিক আব্দুল ওয়াদুদের মায়ের মৃত্যুতে পৃথক ভাবে শোক প্রকাশ করেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নাহিদ এমপি, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক, সাবেক মেয়র মো. আব্দুস শুকুর, জেলা পরিষদ সদস্য খছরুল হক, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান ও সাধারণ দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, শিক্ষাবিদ আলী আহমদ ও মজির উদ্দিন আনছার, বিয়ানীবাজার প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খালেদ জাফরী, দাসউরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বিয়ানীবাজার বার্তা সম্পাদক ছাদেক আহমদ আজাদ, সিলেট জেলা প্রেস ক্লাব’র কার্যনির্বাহী কমিটির সদস্য মাহমুদ হোসেন, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি সুয়াইবুর রহমান স্বপন ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য মোহাম্মদ পাভেল মাহমুদ, পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
এ সময় তারা শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।