সিলেট
মন্ত্রিসভায় ডাক পেলেন ২৪ ঘন্টার রাজনীতিবিদ খ্যাত শফিক চৌধুরী

টাইমস ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে বিজয়ীরা ইতোমধ্যে শপথ নিয়েছেন। বুধবার (১০ জানুয়ারি) তাদের মধ্য থেকে প্রায় অর্ধশত মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রী নিয়ে গঠিত হচ্ছে সরকার।
মন্ত্রিপরিষদ গঠনের জন্য বুধবার বিকেল থেকে শপথের জন্য ডাক শুরু হয়েছে।
ইতোমধ্যে সেই ফোন পেয়েছেন সিলেট-২ সংসদীয় (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগ সভাপতি শফিকুর রহমান চৌধুরী।