বিয়ানীবাজার গোডাউন বাজারে নৌকার সমর্থনে পথসভা

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের স্থানীয় গোডাউন বাজারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় মোল্লাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বদরুল ইসলাম বদইয়ের সভাপতিত্বে সাধারন সম্পাদক জগলু আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকার প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।
প্রধান অতিথি তার বক্তব্যে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলায় বর্তমান সরকারের তিন মেয়াদে বাস্তবায়িত সকল উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে অসমাপ্ত উন্নয়নমূলক কাজ শেষ করতে পুনরায় নৌকা প্রতীকের ভোট দেয়ার আহ্বান জানান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, সহ সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।
পথসভায় বিয়ানীবাজার উপজেলা ও মোল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।