বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারের আব্দুল করিম নাজিম সিআইপি নির্বাচিত

বিয়ানীবাজার ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকে’এর সভাপতি, শাহ জালাল ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান আব্দুল করিম নাজিম বাংলাদেশ সরকার কর্তৃক মর্যাদাপূর্ণ কমার্সিয়েলি ইম্পর্টেন্ট পার্সন (সিআইপি) হিসেবে নির্বাচিত হয়েছেন।

২০ ডিসেম্বর গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব দীপন কুমার রায়ের স্বাক্ষরিত গেজেটের মাধ্যমে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

বাংলাদেশের সরকার কর্তৃক সিআইপি নির্বাচিত বানিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি আব্দুল করিম নাজিমের জন্ম বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নে। তিনি আব্দুল আজিম ও হারিছুন নেছার পুত্র ও বিশিষ্ট শিল্পপতি শামসুদ্দিন খানের ভাগনে।

Back to top button