মূমূর্ষ রোগীর জন্য বিয়ানীবাজারে পাওয়া যায়না সরকারি এম্বুল্যান্স সেবা

মহসিন রনি, বিয়ানীবাজার : ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এক সময়ের দেশ সেরা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে এম্বুল্যান্স সেবা থেকে বঞ্চিত হওয়া যেন এখন নিত্যদিনের সঙ্গী দেখার জবাবদিহিতা করার কেউ নেই। সরকারি এম্বুল্যান্স সেবা নিয়ে সরকারি এ প্রতিষ্ঠানটিতে অভিযোগ নতুন নয় জরুরী যেসকল রোগীর অবস্থা আশংকাজনক হয় সিলেট যাওয়ার জন্য সরকার থেকে নির্ধারিত সেই সরকারি বাহন এম্বুল্যান্স সেবা পাননা উপজেলার সিংহভাগ মানুষ এমনটায় অভিযোগ স্থানীয়দের। মঙ্গলবার রাতে বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আশংকাজনক এক রোগীকে সিলেট নিয়ে যাওয়ার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুল্যান্স চালকের মোবাইল ফোনে কল করলে তিনি বাহিরে আছেন আজ নিয়ে যেতে পারবেন না বলে জানান। এ ছাড়াও প্রতিবেদকের কাছে বিয়ানীবাজার সরকারি এম্বুল্যান্স সেবা নিয়ে আরো একাধিক অভিযোগ রয়েছে যেখানে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের নির্ধারিত এম্বুল্যান্স চালকের মোবাইল ফোনে কল করলে তিনি বাহিরে আছেন বলে ফোন রেখে দেন।
এ বিষয়ে রোগীর স্বজন সুফিয়ান আহমদ প্রতিবেদককে বলেন, মঙ্গলবার আমরা আমাদের রোগীকে নিয়ে হাসপাতালে আসি সেখানে রোগীর অবস্থা আশংকাজনক হলে ডাক্তার সিলেট নিয়ে যাওয়ার জন্য বলেন এ সময় স্থানীয় সরকারি এম্বুল্যান্সের মোবাইল নাম্বারে ফোন করলেও চালক আসতে পারবেন না বলে জানান। বাধ্য হয়ে প্রাইভেট এম্বুল্যান্সে করে দিগুণ ভাড়া দিয়ে আমরা রোগীকে নিয়ে সিলেট যাই।
আরেক ভুক্তভোগী মিনহাজুর রশিদ পায়েল বলেন, আজ থেকে ৬ মাস আগে আমি আমাদের এক রোগীকে সিলেট নিয়ে যাওয়ার জন্য সরকারি এম্বুল্যান্স নাম্বারে কল করলে চালক বাহিরে আছেন যেতে পারবেন না বলে জানান, অথচ ঐ রোগী হাসপাতালে ভর্তি ছিলেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোহাম্মদ মনিরুল হক খানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন পরে কথা বলবেন বলে রেখে দেন।