সিলেট-৬: এমপি নাহিদের মনোনয়নপত্র জমা

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও আফসানা তাসলিমের কাছে নৌকা প্রতীকের জন্য মনোনয়ন জমা দেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়ালসহ স্থানীয় জনপ্রতিনিধি ও দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে নুরুল ইসলাম নাহিদ এমপি স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সাবেক এ মন্ত্রী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল মতানৈক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
সিলেট-৬ আসন থেকে বর্ষীয়ান এ রাজনীতিবিদ ১৯৯৬ সাথে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮ সাল থেকে তিনি হ্যাটট্রিক বিজয় অর্জন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারে দুই মেয়াদে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। তাঁর আমলে দেশে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয়। প্রতিষ্ঠা করা হয় আলেম উলামাদের শতবছরের স্বপ্নের আরবী ইসলামী বিশ্ববিদ্যালয়।
উল্লেখ্য, আগামী বছরের ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।