বিয়ানীবাজার সংবাদ

এইচএসসি/আলিম ফলাফল, বিয়ানীবাজারে কমেছে জিপিএ-৫, পাশের হার ৭৩.৬১ শতাংশ

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে এইচএসসি ও সমমান পরীক্ষায় গতবারের চেয়ে এবার কমেছে পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা। রবিবার দুপুরে প্রকাশ হওয়া সিলেট বোর্ডের ফলাফলে পাওয়া তথ্যে এমন চিত্র দেখা যায়।

বিয়ানীবাজার উপজেলার একমাত্র পরীক্ষা কেন্দ্র ১১৩ তে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করে ২৮১৬ শিক্ষার্থী তন্মধ্যে কৃতকার্য হয়েছে ২০৭৩ জন শিক্ষার্থী, পরীক্ষায় পাশের হার ৭৩.৬১ শতাংশ।

এছাড়াও মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে আলিম পরীক্ষায় বিয়ানী-৭০২ সেন্টারে ১৮৭জন পরীক্ষার্থী অংশগ্রহন করে কৃতকার্য হয়েছে ১৮৩ জন শিক্ষার্থী, পাশে হার ৯৭.৮৬ শতাংশ।

এদিকে, পুরো উপজেলার এইচএসসি/ আলিম পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ৫ পেয়েছেন ১৪ জন শিক্ষার্থী। বিয়ানীবাজারের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান বিয়ানীবাজার সরকারি কলেজ থেকে ১৩ জন শিক্ষার্থী পেয়েছেন জিপিএ ৫ এবং অপর জিপিএ৫ পেয়েছেন বৈরাগীবাজার আইডিয়াল কলেজের শিক্ষার্থী

Back to top button