বিয়ানীবাজার সংবাদ

বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে বিয়ানীবাজারের হত্যা মামলার আসামী আটক

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে জমি নিয়ে বিরোধের জের ধরে সিএনজি চালক জয়নুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামী বিদেশে পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের সহায়তায় আটক করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোর রাতে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে আটক করে পুলিশ।

আটককৃত এনায়েত হোসেন (৩৮) উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের আব্দুশ শহীদের পুত্র এবং একই এলাকায় জমি নিয়ে বিরোধে খুন হওয়া সিএনজি চালক জয়নুল হত্যার এজাহারভুক্তিয় আসামী।

গনমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ইয়াহিয়া আল মামুনের তত্ত্বাবধানে এবং বিয়ানীবাজার থানা পুলিশের অফিসার ইনচার্জ দেবদুলাল ধরের নির্দেশনায় এস আই (নি.) অঞ্জন কুমার দেব, এএসআই / মৃদুল কান্তি দাস সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে বিয়ানীবাজার থানার মামলা নং ০৪, তাং – ০৩/০৬/২০২৩ খ্রি. ধারা ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪ পেনাল কোডের এর পলাতক আসামী এনায়েত হোসেনকে ইমিগ্রেশন পুলিশ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর সহায়তায় আটক করা হয়।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জানান, আসামী এনায়েত হোসেন কে পুলিশি স্কটের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Back to top button