কলামিস্ট আব্দুল হাকীম তাপাদারের ইন্তেকাল।। জানাজা সম্পন্ন, শোক প্রকাশ
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষক ও সাংবাদিক, কলামিস্ট মুহাম্মদ আব্দুল হাকীম তাপাদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল শনিবার বেলা ১১ টায় বিয়ানীবাজার পৌর এলাকার কসবা কুয়ারপাড়ের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত নানা রোগে ভূগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৬ বছর। তিনি স্ত্রী, ৭ পুত্র, ৩ কন্যা, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন মরহুমের কনিষ্ঠ পুত্র অস্ট্রিয়া প্রবাসী জাবের মাহমুদ তাপাদার।
এদিকে, মরহুমের জানাজার নামাজ রাত সাড়ে ৮ টায় হযরত গোলাবশাহ ইমামবাড়ি শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযা পূর্ব সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক ফারুক, ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নূর, কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুতিউর রহমান তোতা, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আবদুর রহমান, পিএইচজি হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আলী আহমদ, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম, নায়েবে আমির মাওলানা মোস্তফা উদ্দিন, মুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের প্রমুখ। পরে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বহুগুণে গুণান্বিত পন্ডিত এ ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক, সিলেট জেলা পরিষদের সদস্য খসরুল হক, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ, বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সুয়াইবুর রহমান স্বপন ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ।
পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, কসবা গ্রামের প্রবীণ মুরব্বি, অগণিত বইয়ের রচয়িতা ও অনুবাদক আব্দুল হাকীম তাপাদার এর জীবনের বেশিরভাগ সময় কেটেছে লেখালেখি ও শিক্ষকতা পেশায়। তিনি লন্ডন ইসলামী কলেজ এবং পঞ্চখন্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। এছাড়া দেউলগ্রাম হাইস্কুল ও বৈরাগীবাজার হাইস্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। তাছাড়া স্থানীয় ও জাতীয় পত্রিকায় নিয়মিত কলাম লিখতেন।