বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে চোরাই গরু সহ আটক ২
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার উপজেলায় চোরাই গরুসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার উপজেলার আলীনগর ইউনিয়নের কনকলস এলাকা থেকে স্থানীয় জনগনের সহায়তায় তিনটি চোরাই গরুসহ দুইজনকে আটক করে বিয়ানীবাজার থানা পুলিশ।
আটকরা হলেন- বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের পূর্ব খলাগ্রাম মৃত রুস্তম আলীর ছেলে কয়েছ (৪০) ও গোলাপগঞ্জ উপজেলার গিরধ এলাকার মাসুক উদ্দিনের ছেলে শুভ (১৪)।
বিয়ানীবাজার থানার ওসি দেবদুলাল ধর জানান, এ ঘটনায় আটককৃত সহ অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।