যুবলীগ নেতার বিরুদ্ধে এসএমপি কমিশনারের কাছে স্মারক লিপি

টাইমস ডেস্কঃ সিলেটে দলীয় প্রভাব খাটিয়ে ৫১ মাস ধরে বাসাভাড়া না দিয়ে উল্টো মামলা দিয়ে মালিককে হয়রানির অভিযোগ উঠেছে শামীম ইকবাল নামের এক যুবলীগ নেতার বিরুদ্ধে। তিনি সিলেট জেলা যুবলীগের সহ সভাপতি। এ নিয়ে বৃহস্পতিবার মহানগর পুলিশের কমিশনারের কাছে স্মারকলিপি দেন ভূক্তভোগি নেহারুন বিবি। তিনি নগরের শাহজালাল উপশহরে ডি ব্লকের ১৪ নাম্বার রোডের ২৬ নম্বার বাসার মরহুম আব্দুল হাই সাজ্জাদের স্ত্রী। ষাটোর্ধ্ব ওই নারী স্মারকলিপিতে উল্লেখ করেন শামীম ইকবালের অব্যাহব হুমকি ধমকি ও মিথ্যা মামলার কারণে তিনিসহ তার পরিবারের সদস্যদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
স্মারকলিপিতে নেহারুন বিবি উল্লেখ করেন- তার বাসাটি জোরপূর্বক দখল করতে মরিয়া হয়ে উঠেছে। বাসা ছেড়ে দিতে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে স্থানীয় সন্ত্রাসী শামীম ইকবালসহ তার ক্যাডার বাহিনী। প্রতিদিন বাসার সামনের রাস্তা দিয়ে মহড়া দিচ্ছে সন্ত্রাসীরা। এতে তিনিসহ পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভ‚গছেন। নেহারুন বিবি এও আশংকা করছি যেকোন সময় সন্ত্রাসীরা তার বাসা দখল করে নিতে পারে।
তিনি আরো উল্লেখ করেন- ছেলে প্রবাসে থাকায় স্বামী মারা যাওয়ার পর তার পরিবার পুরুষ শূণ্য হয়ে পড়ে। নেহারুন বিবি জায়গা-জমিসহ বাসা-বাড়ি দেখভাল করেন।
চুক্তিপত্রের মাধ্যমে ভাড়াটিয়াদের বাসা ভাড়া দিয়ে থাকেন। এরই অংশ বাসার নিচ তলা শামীম ইকবালকে ভাড়া দেই। এরপর দীর্ঘ ৫২ মাস চলে গেলে তিনি বাসা ভাড়া দেননি। ভাড়া দেওয়ার জন্য বললেও উল্টো হুমকি দিতেন। ঘটনাটি স্থানীয় কাউন্সিলর ছালেহ আহমদ সেলিমকে জানালেও কোন কাজ হয়নি। পরে আইনজীবীর মাধ্যমে শামীম ইকবালকে উকিল নোটিশ পাঠিয়ে সংবাদ সম্মেলন করি। এতে বাসায় জৈনক মহিলাকে রাত্রিযাপন ও অবৈধ মেলামেশার বিষয়টি প্রকাশ পেলে শামীম ইকবাল আরো বেপরোয়া হয়ে উঠে। সে আমাকে এবং আমার ছেলেকে প্রানে মেরে ফেলার হুমকি দিতে থাকে। শেষ পর্যন্ত শামীম ইকবাল এই বয়সে আমাকে একটি মিথ্যা জড়িয়েছে। অভিযোগ এনেছে- আমি না-কি তাকে মারধর করে জোরপূর্বক বাসা থেকে বের করে দিয়েছি। এ রকম মিথ্যা অভিযোগ করে মামলা দায়ের করেন শামীম ইকবাল।
বিষয়টি পুলিশ প্রশাসন, সাংবাদিককে অবগত করলে শামীম ইকবাল ও জৈনক মহিলা আমার বাসার ভিতরে জিনিসপত্র রেখে এসএমপির শাহপরান (রহ.) থানায় আমার বিরুদ্ধে অভিযোগ করে। পরে এসএমপি’র দক্ষিণ জোনের ডিসিকে কল দিয়ে আসল ঘটনা বলি। তখন ডিসি সাহেবের কথা মতো মতো আমি শাহপরান থানা পুলিশের অফিসার শফিক কোশেক’র উপস্থিতিতে বাসার ভেতর থেকে তাদের মালামাল বের করে দেই। এ সময় মালামাল সমজিয়া পাইছেন বলেও তারা স্বাক্ষর দেয়। এর প্রমাণ হিসেবে আমার কাছে সিসি টিভি’র ভিডিও ফুটেজ রয়েছে। কিন্তু এখন নতুন করে আবার আমার কাছে না-কি তাদের সোনা গহণা টাকা রয়েছে এমন অভিযোগ করে মিথ্যা মামলা জড়িয়েছে। এছাড়া শামীম ইকবাল ও তার ক্যাডার বাহিনী আমার লন্ডন প্রবাসী ছেলে প্রাণে মারা হুমকি দিচ্ছে। পাশাপাশি আমার বাসা দখল করে নিতে আমার ভাড়াটিয়াদের বাসা ছেড়ে চলে যাওয়া হুমকি দিচ্ছে শামীম ইকবাল ও তার বাহিনী। এতে ষাটোর্ধ্ব নেহারুন বিবি চরম নিরাপত্তাহীনতায় ভ‚গছেন। এজন্য প্রধানমন্ত্রী, আইজিপি, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ডিআইজি ও এসএমপি পুলিশ কমিশনারের সহযোগী চেয়েছেন।