বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে মৃত্যুর দুই মাস পর ব্রিটিশ বাংলাদেশী হত্যার অভিযোগ, আদালতে মামলা

তোফায়েল আহমদ, বিয়ানীবাজারঃ সিলেটের বিয়ানীবাজারে প্রায় দুই মাস আগে মৃত ব্রিটিশ বাংলাদেশী এক নাগরিকের মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বাংলাদেশে অবস্থানরত নিজের ব্রিটিশ নাগরিক পিতাকে শারীরিক ও মানসিক নির্যাতনের মাধ্যমে হত্যার অভিযোগ তুলেছেন তার ব্রিটিশ বাংলাদেশী মেয়ে। ব্রিটিশ প্রবাসী তার বড় চাচার বিরুদ্ধে আনা অভিযোগে সিলেটের সিনিয়র জুডিশিয়াল আদালতে মামলা করেছেন তিনি। ব্রিটিশ বাংলাদেশী নাগরিক জালাল উদ্দিনের মৃত্যু নিয়ে এলাকায় ও তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে এলাকাবাসীর দাবী সঠিক তদন্তের মাধ্যমে যেনো মৃত্যুর কারন নিশ্চিত করা হয়।

নিহত ব্রিটিশ নাগরিকের নাম জালাল উদ্দিন(৫৫)। তিনি উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুর গ্রামের মৃত মাহমুদ আলীর পুত্র।

মামলার নথি সূত্রে জানা যায়, নিহত ব্রিটিশ নাগরিক জালাল উদ্দিনের মেয়ে ব্রিটিশ পাসপোর্টধারী জোবায়দা জালাল তার অভিযোগে উল্লেখ করেন, দেশে বিপুল পরিমান সম্পত্তি থাকায় তার বাবা ২০১৯ সাল থেকে দেশে বসবাস করে আসছিলেন। গত ১৯ আগস্ট তার বাবাকে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তার বড় চাচা সুনাম উদ্দিন তার পরিবারের সদস্যদের নিয়ে বাক বিতন্ডার এক পর্যায়ে মারধর করেন। এসময় তার বাবা মাটিতে পড়ে মারা যান, তবে মারা যাওয়ার পূর্বে তাকে মারধর করা হয়েছে স্থানীয়দের বলে যান। জালাল উদ্দিনের সন্তানাদি প্রবাসে থাকায় চাচা সুনাম উদ্দিন পরদিন স্থানীয় প্রশাসন বা পুলিশকে না জানিয়ে ময়না তদন্ত ছাড়াই দাফন করেন। পরে স্থানীয়দের মাধ্যমে মারধরের খবর পেয়ে বাংলাদেশ দুতাবাসের মাধ্যমে পুলিশ সুপার বরাবর প্রাথমিকভাবে অভিযোগ করেন এবং পরে দেশে এসে গত ১৭ সেপ্টেম্বর চার জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন চাচা সুনাম উদ্দিন (৬০), সুনাম উদ্দিনের দ্বিতীয় স্ত্রী রাবিয়া বেগম (৩৬), সুনাম উদ্দিনের পালিত কন্যা মান্না বেগম (২২) ও একই এলাকার পাথারিপাড়া গ্রামের আব্দুল হাছিব গং।

সরেজমিনে প্রতিবেদক এলাকায় গিয়ে অনেকের সাথে কথা বলতে চাইলে ভয়ে অনেক প্রতিবেশী কথা বলতে চাননি। সেদিন যে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছিলো সেটি স্বীকার করেন অনেকে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী ও দুইজন পুরুষ মারামারির বিষয়টি (প্রতিবেদকের কাছে স্বীকারোক্তির রেকর্ড সংরক্ষিত আছে) স্বীকার করে বলেন, সেদিন পুকুর পাড়ে জালাল উদ্দিনের সাথে ধাক্কাধাক্কি করতে দেখেছেন সুনাম উদ্দিন ও তার পরিবারের সদস্যদের।

যুক্তরাজ্য থেকে মামলার বাদী জোবায়দা জালাল প্রতিবেদককে ভয়েস মেসেজে বলেন, তাদেরকে প্রথমে চাচা সুনাম উদ্দিন হার্ট এ্যাটাকে বাবার মৃত্যু হয়েছে বলে জানান। পরে রাতে এক স্বজন ঝগড়ার কথা জানালে, তারা তৎক্ষনাত ব্যবস্থা নেয়ার চেষ্ঠা করেও পারেননি বাবার মরদেহের ময়না তদন্ত করতে। তার দাবী দ্রুত তার বাবার মরদেহের ময়না তদন্ত হলে সব বিষয় পরিষ্কার হয়ে যাবে। স্থানীয় অনেকেই তার চাচার ভয়ে ভীত হয়ে এ বিষয়ে প্রতিবাদ করতে পারেননি। তিনি অভিযোগ করে বলেন, আদালত থেকে ময়না তদন্তের নির্দেশ দেয়ার পরও এখোনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

মামলার প্রধান আসামী অভিযুক্ত সুনাম উদ্দিন প্রতিবেদককে জানান, তাদের জায়গা নিয়ে বিরোধ ছিলো। পুকুরে মাছ ধরা নিয়ে সেদিনও তার ছোটো ভাই জালাল উদ্দিনের সাথে বাক বিতন্ডাও হয়। তবে সে তার বাড়িতে গিয়ে চেয়ারে বসতে গিয়ে পড়ে যায় বলে তাকে সেখানে থাকা স্থানীয়রা জানান। তার সাথে মারামারির কোনো ঘটনা ঘটেনি। তিনি এসময় সুষ্ঠু তদন্তে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগীতা করছেন বলে জানান। হার্ট এ্যাটাকে মৃত্যু এটি তিনি কিভাবে নিশ্চিত হলেন প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে সুনাম উদ্দিন বলেন, তিনি আন্দাজ করে জালাল উদ্দিনের সন্তানদের জানিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শী কাশিম উদ্দিন বলেন, দুইজনই তার আপন মামা হন। সেদিন চিল্লাচিল্লি শুনে দূর থেকে তিনি দেখেছেন তার বড় মামা সুনাম উদ্দিন ছোটো মামা নিহত জালাল উদ্দিনকে ধাক্কাধাক্কি করে পুকুর পাড় থেকে সরিয়ে দিতে। তিনি কেনো সেখানে যাননি এমন প্রশ্নের উত্তরে বলেন, মামাদের সাথে দীর্ঘদিন থেকে অভিমান করে তারা মামা বাড়িতে যাননা।

ভাইদের মধ্যে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা আছে জানিয়ে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল ওয়াহিদ বলেন, সেদিন তাদের বাড়িতে আগে কি হয়েছে জানিনা আমি গিয়ে জালাল উদ্দিনকে মৃত পেয়েছি। তবে লোকমুখে শুনেছি তাদের মধ্যে বাকবিতন্ডা হয়েছে, মারামারির কোনো ঘটনা ঘটেছে বলে তিনি দেখেননি, তবে তিনিও প্রয়োজনে সুষ্ঠু তদন্তের স্বার্থে লাশ উত্তোলন করে ময়না তদন্তের দাবী করেন।

মুড়িয়া ইউপি সদস্য কয়ছর আহমদ বলেন, প্রাথমিকভাবে আমরা কিছুই জানিনি বা আমাদের কেউ এবিষয়ে বলেনি। তবে যেহেতু জালাল উদ্দিনের প্রবাসী মেয়ে মামলা করেছেন সেহেতু সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর মুল কারন বেরিয়ে আসুক।

মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন জালালাবাদকে বলেন, তাদের কাছে কেউ এই বিষয়টি জানাননি তবে লোকমুখে শুনেছেন এই মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মৃত্যু নিয়ে যেহেতু প্রশ্ন উঠেছে তাই এব্যাপারে সঠিক তদন্তের মাধ্যমে সত্যতা নিশ্চিত হোক এই দাবী জানাচ্ছি।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জালালাবাদকে বলেন, আদালত থেকে নির্দেশনা পেয়ে আমরা তদন্তপূর্বক রিপোর্ট জমা দিয়েছি। আদালতের নির্দেশনা অনুযায়ী পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।

Back to top button