বিয়ানীবাজার সংবাদ
কাল বিয়ানীবাজারে বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার উপজেলায় বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল-সন্ধ্যা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার (২৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ বিয়ানীবাজার জোনাল অফিসের ডিজিএম ভজন কুমার বর্ধন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩২ কেভি জিএনডি প্রকল্পের আওতায় রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দু:খ প্রকাশ করেন ভজন কুমার বর্ধন।