আন্তর্জাতিক

থাইল্যান্ড ইমিগ্রেশনে বৌদ্ধ ভিক্ষুর ছদ্মবেশে ৭ বাংলাদেশি আটক, গন্তব্য ছিল মালয়েশিয়া

থাইল্যান্ডে ইমিগ্রেশনে যাচাই-বাচাই ফাঁকি দিয়ে প্রবেশ করতে বৌদ্ধ ভিক্ষুর ছদ্মবেশ নেয় ৭ বাংলাদেশি। কিন্তু ইমিগ্রেশন কর্মকর্তাদের নজর এড়াতে পারেনি তারা। খবর পেয়ে দেশটির সোংখলা ইমিগ্রেশন ও হাট ইয়াই পর্যটন পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।

রবিবার দেশটির থাইগার সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, বৌদ্ধ ভিক্ষুর বেশ ধরা ৭ বাংলাদেশি টাক হয়ে যান; যেন তাদের প্রকৃত পরিচয় ধরা না পড়ে। এ জন্য স্থানীয় লোকজন এবং কর্মকর্তাদের মিশে যেতে এই কৌশল নিয়েছিলেন। তাদের নেতৃত্বে ছিলেন ৪৬ বছর বয়সী রূপদা। তাদের গন্তব্য ছিল মালয়েশিয়া।

পাতায় নিউজের খবরে জানা গেছে, দলটি বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমারের তাক প্রদেশে হয়ে অবৈধভাবে থাইল্যান্ডে প্রবেশ করে। তাদের বিরুদ্ধে থাইল্যান্ডে অবৈধ প্রবেশের অভিযোগ এনেছে কর্তৃপক্ষ। আইনি প্রক্রিয়া শেষে ৭ জনকে বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Back to top button
error: Alert: Content is protected !!