বিএনপির মিছিল থেকে নাট্যকর্মীদের উপর হা ম লা র অভিযোগ, নারীসহ আ হ ত ১০
টাইমস ডেস্কঃ সিলেটে সারদা হলে নাট্যকর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে মহানগরীর সারদা হলে দুর্বৃত্ত হামলায় সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রক্তন সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মুকুল ও দর্পণ থিয়েটার সিলেটের প্রক্তন সাধারণ সম্পাদক নাহিদ পার্ভেজ বাবুর, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্তসহ আহত হয়েছেন নারী আরোও ৭ নাট্যকর্মী।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত জানান, সারদা হল উদ্বোধন ও নাট্য উৎসব উপলক্ষে প্রস্তুতি নিচ্ছিলেন নাট্যকর্মীরা। এসময় সিলেটের আলিয়া মাদ্রাসা অভিমুখে একটি মিছিল যাচ্ছিল সেখান থেকে কয়েকজন যুবক হলের ভেতর ঢুকে নারী নাট্যকর্মীদের উত্ত্যক্ত করে। পরে তাদেরকে সেখান থেকে চলে যেতে বললে কিছুক্ষন পর তারা দলবেঁধে নাট্যকর্মীদের উপর হামলা চালায়। এসময় দুর্বৃত্তরা ইটপাটকেল ছুড়তে থাকে। এতে নারী নাট্যকর্মীসহ ১০ জন আহত হন।
তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হবে বলে জানান তিনি।
এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক একটি প্রতিবাদ মিছিল বের করন সংস্কৃতিকর্মীরা।
এবিষয়ে জানতে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখের মোবাইলে যোগাযোগ করা হয়ে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।