প্রবাস

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বিশ্বনাথের কিশোর আল-আমিনের মৃত্যু

টাইমস ডেস্কঃ ৩ মাস ১০ দিন পূর্বে দক্ষিণ সাউথ আফ্রিকা গিয়ে সন্ত্রাসীদের গুলিতে মৃত্যু হয়েছে সিলেটের বিশ্বনাথের আল-আমিন (১৭) নামের এক কিশোর। সে পৌর শহরের দক্ষিণ মিরেরচর গ্রামের মোবারক আলীর পুত্র।

নিহত আল-আমিনের আত্মীয় সূত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার কিস্টিয়ানা শহরে তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে আল-আমিনকে প্রচুর মারধর করার এক পর্যায়ে গুলি করে সন্ত্রাসীরা।

গুরুত্বর আহত অবস্থায় তাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে অবশেষে আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে সদ্য যৌবনে পদার্পন করা নিষ্পাপ কিশোর আল-আমিন।
এদিকে, অতি আদরের ভাগ্নাকে হারানোর সংবাদ পেয়ে যেনো কোন ভাবেই মেনে নিতে পারবেন না সাংবাদিক কামাল মুন্না। ২ ভাই ও ৫ বোনের মধ্যে বাবা-মায়ের ৬ষ্ঠ সন্তান ছিলেন আল-আমিন।

আদরের সন্তানকে হারিয়ে তারাও বাকরুদ্ধ হয়ে পড়েছেন। আত্মীয়-স্বজন ছাড়াও আল-আমিনের মৃত্যুর সংবাদ তার পরিচিত সবাইকে শোকের সাগরে ভাসিয়ে দিয়েছে।

Back to top button
error: Alert: Content is protected !!