বিয়ানীবাজার সংবাদ

প্রবাস যাত্রায় বিয়ানীবাজার প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ আবু তাহের রাজুকে সংবর্ধ্বনা

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আবু তাহের রাজুর প্রবাস যাত্রা উপলক্ষ্যে বিদায়ী সংবর্ধ্বনা দিয়েছে বিয়ানীবাজার প্রেস ক্লাব। প্রবাস যাত্রার প্রাক্ষালে বিয়ানীবাজারের একটি অভিযাত রেস্টুরেন্টে তাকে সংবর্ধ্বনা ও চা চক্রের আয়োজন করা হয়।

বিয়ানীবাজার সুপরিচিত চৌকস সাংবাদিক আবু তাহের রাজু গত বুধবার সকালে ইউরোপের দেশ রোমানিয়ায় পৌঁছেছেন। সময় সংক্ষিপ্ত থাকায় তিনি অনেক পরিচিত ও প্রিয়জনদের কাছ থেকে বিদায় নিতে পারেননি।

সংবর্ধনার প্রাক্ষালে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি সুয়াইবুর রহমান স্বপন, সাধারন সম্পাদক তোফায়েল আহমদ, সহ-সভাপতি শাহেদ আহমদ, যুগ্ন সম্পাদক তাজবীর আহমদ ছাইম, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এহসান করিম খোকন, সদস্য জুবায়ের আহমদ, সদস্য জয়নুল আহমদ প্রমুখ।

Back to top button
error: Alert: Content is protected !!