বিয়ানীবাজারে থেকে ভিজিট ভিসায় কানাডায় যাওয়ার হিড়িক
মহসিন রনি: প্রবাসী অধ্যুষিত যে নামটি শুনলেই সর্ব প্রথম যে কয়েকটি উপজেলার নাম আসে তাদের মধ্যে বিয়ানীবাজার উপজেলা অন্যতম। মধ্যপ্রাচ্য ইউরোপে এক সময় এই অঞ্চলের মানুষের যাওয়ার প্রবণতা বেশি থাকলেও হঠাৎ করেই উত্তর আমেরিকার দেশ কানাডায় ভিজিট ভিসায় যাওয়ার হিড়িক পড়েছে উপজেলা জুড়ে। এদের মধ্যে সিংহভাগ ভিসা প্রত্যাশি ভিসা পাওয়ার আশায় বিভিন্ন মাধ্যমে দিগুণ টাকা দিয়ে ফাইল প্রসেস করাচ্ছেন। অনেকেই স্বপ্নের দেশ কানাডায় পাড়ি জমাতে গুনছেন ১৫ থেকে ২০ লাখ টাকা। সম্প্রতি কানাডায় ভিজিট ভিসায় পাড়ি জমানো অনেকেই কাজ এবং থাকার জায়গা নিয়ে হিমশিম খাচ্ছেন। তবে ভিসা পাওয়ার সংবাদ যেভাবে চার দিকে ঘুরপাক খাচ্ছে সেই সাথে ভিসা প্রত্যাখান হচ্ছে কয়েক হাজার। স্রোতের গতিতে চলতে গিয়ে অনেকেই ভুয়া ব্যাংক স্টেইটমেন্ট সহ ডকুমেন্টস সাবমিট করার কারনে ভিসা রিফিউজ হচ্ছেন।
জানা যায়, গত এক মাসে প্রবাসী অধ্যুষিত এ উপজেলা থেকে বিভিন্ন ধাপে অর্ধশতাধিকের বেশি কানাডায় পাড়ি জমিয়েছেন। যেখানে ভিসা পেয়ে এখন অনেকই অপেক্ষায় আছেন পাড়ি জমানোর। কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশী তারেক মনোয়ার বলেন, সম্প্রতি কানাডায় ভিজিট ভিসায় অনেকেই আসলে থাকা এবং কাজ নিয়ে ভোগান্তি পোহাচ্ছেন। এখানে কাজ পাওয়া এখন সোনার হরিণ হয়ে দাড়িয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কানাডার ভিজিট ভিসা পাওয়া এক যুবক বলেন, আমি আমার পরিবার নিয়ে ভিসার আবেদন করার পর সফল ভাবে ভিসা পায় তবে এই ভিসার প্রসেস করানোর জন্য আমাকে বেশ কিছু টাকা গুনতে হয়েছে।