বিয়ানীবাজারের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক খালিদ আহমদ চৌধুরী
বিয়ানীবাজার টাইমসঃ সরকারীভাবে বিয়ানীবাজার উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন চারখাই ইউনিয়নের সাচান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিদ আহমদ চৌধুরী।
প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এর বাছাই প্রতিযোগীতার চুড়ান্ত ফলাফলে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হন খালিদ আহমদ চৌধুরী। প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ বিয়ানীবাজার উপজেলা সভাপতি, উপজেলা নির্বাহি কর্মকর্তা মিজ আফসানা তাসলীম ও সদস্য সচিব রোমান মিয়া স্বাক্ষরিত প্যাডে এই তথ্য জানানো হয়।
এছাড়াও উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন পল্লীশাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাম্মৎ স্বপ্না বেগম, উপজেলার শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হয়েছেন সানেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাধন চন্দ্র দাস, শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা পাওয়া যায় নি, শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে পল্লীশাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন কাকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ বেলাল আহমদ, শ্রেষ্ঠ কাব শিক্ষক বড়আইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আব্দুল্লাহ।