বিয়ানীবাজারে শান্তি পূর্ণ পরিবেশে জন্মাষ্টমী পালন
নিজস্ব প্রতিবেদকঃ সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী আজ । ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করবেন দেশের হিন্দু সম্প্রদায়।
হিন্দু পুরান মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রী কৃষ্ণের জন্ম। পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল।
শুভ জন্মাষ্টমীতে বিয়ানীবাজার উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতিতে বিভিন্ন মন্দির প্রদক্ষিন করেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর। পুলিশের দেয়া নিরাপত্তায় হিন্দু ধর্মাবলম্বীরা কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই তাদের উৎসব পালন করে।
এদিকে শুভ জন্মাষ্টমীতে বিয়ানীবাজার উপজেলার সকল সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান সিলেট জেলার পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মামুন।