সিলেট

সিলেটে আবাসিক হোটেলে বৃদ্ধের ন গ্ন মরদেহ উদ্ধার

টাইমস ডেস্কঃ সিলেট মহানগরের লালবাজার এলাকার আজাদ বোর্ডিং নামক আবাসিক হোটেল থেকে আব্দুর রউফ (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

হোটেল কর্তৃপক্ষের দেওয়া খবরের ভিত্তিতে কোতোয়ালি থানাপুলিশ মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৩টার দিকে লাশটি উদ্ধার করে।

আব্দুর রউফ সিলেটের ওসমানীনগরের কুরুয়া বাজার এলাকার বাসিন্দা।

লাশ উদ্ধারকালে দেহ বিবস্ত্র অবস্থায় পায় পুলিশ। লাশের পাশে পড়েছিলো কিছু ওষুধ ও তাবিজ।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।

Back to top button
error: Alert: Content is protected !!