বিয়ানীবাজার থানা পুলিশের ৩৬ ঘন্টার অভিযানে ৭ আসামী আটক!
নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার থানা পুলিশের বিশেষ শ্বাসরুদ্ধকর ৩৬ ঘন্টার অভিযানে সাজা প্রাপ্তসহ ৭ জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে।
বিয়ানীবাজার থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শেখ মোহাম্মদ সেলিম এর সার্বিক তত্ত্ববধানে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ দাশ এর নির্দেশনায়, বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) দিলীপ কান্ত নাথ এর নেতৃত্বে শনিবার(০২ আগষ্ট) থেকে রবিবার(০৩ আগষ্ট) তারিখে বিয়ানীবাজার থানা পুলিশ বিশেষ অভিযানে এই ৭ আসামীকে আটক করা হয়।
বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও আটক হওয়া ৭ জন হলেন, উপজেলার পশ্চিম নিদনপুর এলাকার আব্দুল গফুরের ছেলে সাইফুল ইসলাম, আদিনাবাদ এলাকার আরব আলীর ছেলে সেলিম উদ্দিন, কসবা এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে সাকের আহমদ, জলঢুপ এলাকার আব্দুল খালিকের ছেলে কাওসার আহমদ, ঘুঙ্গাদিয়া এলাকার ফারিজ আলীর ছেলে জবলু হোসেন জুবেল, রামধা এলাকার সুরুজ আলীর ছেলে নুরুল ইসলাম বাহার, ময়মনসিংহ জেলার আটপাড়া এলাকার লাল মিয়ার ছেলে সাদ্দাম হোসেন(বর্তমান ঠিকানাঃ সুপাতলা এলাকা, বিয়ানীবাজার উপজেলা)।
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) দিলিপ কান্ত নাথ জানান, গ্রেফতারকৃত আসামীরা সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আসামী। গেল ৩৬ ঘন্টার বিশেষ অভিযানে বিয়ানীবাজার থানার চৌকস পুলিশ তাদের গ্রেফতার করে। ইতিমধ্যে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।