বিয়ানীবাজার থানার ওসি তাজুল ইসলামের বদলি
নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএমের বদলি আদেশ এসেছে। তাকে জৈন্তাপুর মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে। আজ(২৯ আগষ্ট) দুপুরে একটি সিলেট জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি অফিস আদেশে এ বদলি নোটিশ দেয়া হয়।
সদ্য বিদায়ী ওসি তাজুল ইসলাম পিপিএম বিয়ানীবাজার থানায় আসেন গেল ২৬ জানুয়ারী। এর পর থেকে সুনামের সাথে দীর্ঘ ৮ মাস কাজ করেছেন তিনি। বিশেষ করে বিয়ানীবাজার উপজেলায় এসেই তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। এবং বেশ দক্ষতার সাথে বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কাজ করেন।
বিদায়ী অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম বলেন, নিয়মিত বদলি জনিত প্রক্রিয়ায় আমার বদলি হয়েছে জৈন্তাপুর মডেল থানায়। আজ(২৯ আগষ্ট) আমি আমার নতুন গন্তব্যে চলে যাচ্ছি।
তিনি আরও বলেন, বিয়ানীবাজারে থাকাকালীন এই ৮ মাস আমি চেষ্টা করেছি সাধারন মানুষের জন্য কাজ করতে। আইন শৃঙ্খলা ঠিক রাখতে। আমার কাজে এখানকার স্থানীয় সাংবাদিকরা বেশ সহযোগীতা করেছেন। সেজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে পুরো উপজেলাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি।