হবিগঞ্জে এবার আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ
টাইমস ডেস্কঃ হবিগঞ্জে গতকাল পুলিশ-বিএনপির সংঘর্ষের পর আজ রবিবার (২০ আগস্ট) পৌর শহরের শায়েস্তানগর এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার বিকেল ৬ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলে এ সংঘর্ষ। সংঘর্ষে শায়েস্তানগর এলাকা রনক্ষেত্রে পরিণত হয়। এসময় দুপক্ষের নেতাকর্মীরা ইট পাটকেল ছুড়তে থাকেন।
জানা যায়, বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগ। বিকালে জেলা শহরের শায়েস্তানগর পয়েন্টে এ সমাবেশের ডাক দেয় দলটি। সমাবেশ শেষে মিছিল বের করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিল নিয়ে জেলা বিএনপি অফিসের সামনে গেলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। তবে এঘটনায় কাউকে আটক করা হয়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
এরআগে শনিবার (১৯ আগস্ট) কেন্দ্রীয় কর্মসূচি শেষে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষ হবিগঞ্জ সদর থানার ওসিসহ শতাধিক আহত হন।