কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাটে ৪২ বোতল মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট-সুরইঘাট সড়কের বিষ্ণুপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির কালিনগর গ্রামের আলা উদ্দিনের ছেলে মখলিছুর রহমান (৩৪)।
সত্যতা নিশ্চিত করে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ জানান, সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন স্যারের নির্দেশে এবং কানাইঘাট সার্কেলের এএসপি অলক কান্তি শর্ম্মা স্যারের দিক নির্দেশনায় প্রতিদিন মাদক বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। মাদক বিরোধী সহ অন্যান্য অপরাধমূলক কর্মকান্ড ও চোরাচালান প্রতিরোধে থানা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।