প্রবাস

যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রাইমারি নির্বাচনে কাউন্সিলর পদে তিন বাঙালির বিজয়

টাইমস ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের হ্যামট্রামিক সিটির প্রাইমারি নির্বাচনে কাউন্সিলর পদে তিন বাংলাদেশি মার্কিন নাগরিক বিজয়ী হয়েছেন। মঙ্গলবার (৮ আগস্ট) হ্যামট্রামিক সিটির প্রাইমারি নির্বাচন সকাল ৮ টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে কাউন্সিলর পদে ৯ মার্কিন নাগরিক প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে কাউন্সিলর পদে তিন বাংলাদেশী বংশোদ্ভূত বিজয় নিশ্চিত করেছেন। ৮৫৮ ভোট পেয়ে জয়লাভ করেন নাঈম চৌধুরী, ৮০৯ ভোট পেয়ে মোহাম্মদ হাসান ও মুনতাসিন রহমান সাদমান ৬৮৯ ভোট পেয়ে বিজয়ী হন।

এছাড়া কাউন্সিলর পদে অন্য তিন মার্কিন নাগরিকও বিজয়ী হয়েছেন। ৮৫৩ ভোট পেয়ে মোহাম্মদ আলসমেরি, ৮১৩ ভোট পেয়ে লিয়েন ব্লেসি, ৪২৭ ভোট পেয়ে সালেহ হোসাইন বিজয়ী হয়েছেন। এছাড়াও প্রতিদ্বন্দ্বিতাকারী ইউসুফ সাঈদ ভোট পেয়েছেন ৩৯৫, সারি আহমেদ পেয়েছেন ২৯১ ভোট ও রুহেল আমিন পেয়েছেন ১১৩ ভোট।

যুক্তরাষ্ট্রের নির্বাচনী আইনে মূল নির্বাচনের আগে প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাধারণ ভোটাররা তাদের ভোট প্রয়োগ করেন। মঙ্গলবারে অনুষ্ঠিত প্রাইমারি নির্বাচনে কাউন্সিলর পদে ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। চলতি বছরের নভেম্বর চূড়ান্ত নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রাইমারি থেকে নির্বাচিত হওয়া কাউন্সিলর পদে ছয় জন প্রতিদ্বন্দ্বিতা করবেন চূড়ান্ত নির্বাচনে।

Back to top button
error: Alert: Content is protected !!