বিয়ানীবাজারে ভূয়া ডাক্তার আটক, প্রস্রাবের কথা বলে পালিয়ে রক্ষা!
নিজস্ব প্রতিবেদকঃ অসুস্থ হলে সবার আগে ছুটতে হয় ডাক্তারের কাছে। চিকিৎসার জন্য ডাক্তারের চেম্বারের সামনে সিরিয়াল নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন রোগীরা। তাদের এ অপেক্ষা বেচে থাকার লড়াইয়ে, সুস্থ হওয়ার জন্য।
তবে সেই ডাক্তারই যখন ভুয়া, সেই চিকিৎসা যখন ভুলে ভরা তখন রোগীর জীবন বিপন্ন হতে আর কতক্ষণ। বিয়ানীবাজার উপজেলায় এবার সন্ধান মিলেছে এক ভুয়া ডাক্তারের। চারখাই মাল্টিকেয়ার হাসপাতালে চিকিৎসক হিসেবে ইন্টারভিউ দিতে আসলে দায়িত্বশীল ডাক্তারদের সন্দেহ হয় তাকে। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করলে সে শিকার করে সে ভুয়া ডাক্তার। শুক্রবার দিবাগত রাত হাসপাতাল কতৃপক্ষ তাকে আটক করে। তার নাম ডাঃ মোরশেদ আলম। নিজেকে তিনি পরিচয় দিতেন মেডিসিন, শিশু, যৌন ও চর্ম রোগে অভিজ্ঞ।
আটকের পর ভুয়া ডাক্তার মোরশেদ আলম ক্যামেরার মধ্যে বলেন তিনি প্রকৃত ডাক্তার নন। ভবিষ্যতে আর কোনদিন কোথাও চিকিৎসা দিবেন না। বিভিন্ন জায়গা থেকে তিনি শিখেছেন তবে তিনি কোন মেডিক্যালে তিনি লেখাপড়া করেন নি।
হাসপাতালের দায়িত্বশীলরা জানান, চারখাই মাল্টিকেয়ার হাসপাতালে ডিউটি করার জন্য মোরশেদ বার বার কল দিতেন। এক পর্যায়ে তাকে ইন্টার ভিউর জন্য ডাকা হলে তার কথা বার্তায় সন্দেহ সৃষ্টি হয়। এরপর তাকে পর্যবেক্ষণে রাখতে আরএমও এর দায়িত্বে তাকে একদিন রাখা হয়। তার চিকিৎসা দেয়ার ধরন দেখে পরে সবাই নিশ্চিত হন সে ভূয়া ডাক্তার।
জানাযায়, ভূয়া ডাক্তার মোর্শেদ আলম দীর্ঘ দিন ক্যন্সার হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ছিলেন। তাকে আটকের পর পুলিশের সোপর্দ করার প্রস্থুতি নিতে গেলে কৌশলে সে রাত আনুমানিক ২ টার সময় পালিয়ে যায়।
এই ভূয়া ডাক্তারের কীর্তীকলাপ এখানেই শেষ নয়। এর আগে ২০২০ সালের ১৪ই অক্টোবর গাইবান্ধা জেলার সদর হাসপাতাল রোডে প্রাইভেট প্র্যাকটিসকালীন গাইবান্ধা জেলার সিভিল সার্জন ডাঃ আখতারুজ্জামান এর পরামর্শে এবং গাইবান্ধা জেলার ডিসি এবং র্যাব -১৩ এর সার্বিক সহযোগিতায় ভুয়া চিকিৎসক হিসেবে ভ্রাম্যমান আদালত কর্তৃক ৯০০০০টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এজাতীয় প্রতারণা না করার মুছলেকা প্রদান করে সে।
অভিযোগ রয়েছে বিয়ানীবাজারে আরও কিছু ডাক্তার প্রতারনার মাধ্যমে রোগী দেখছেন। তবে আপনারা যদি এরকম কারোর সন্ধান পান যোগাযোগ করবেন আমাদের সাথে।