বিয়ানীবাজারে সরকারি ভাতা পাইয়ে দেয়ার নামে দালালদের দৌরাত্ম্য

মহসিন রনি : বিয়ানীবাজার উপজেলায় সরকারি বিভিন্ন ভাতা পাওয়ার আশায় দালালদের খপ্পরে পড়ে হাজার টাকা ব্যয় করেও সেবা পাচ্ছেন’না সাধারণ মানুষ। স্থানীয় সমাজ সেবা অফিসে থেকে শিশু ভাতা, বিধবা ভাতা সহ আনুষাঙ্গিক বিভিন্ন ভাতা কোনো প্রকার ফি ছাড়ায় প্রদান করা হলেও সম্প্রতি কর্মকর্তার নাম বিক্রি করে অনেকেই সেবাগ্রহীতার কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অনুসন্ধানে জানা যায়, বিভিন্ন পরিচয়ে সাধারণ মানুষদের ভাতা পাইয়ে দেয়ার নাম করে টাকা খেয়ে বছরের পর বছর ঘুরাচ্ছে দালাল’রা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, আমাকে ভাতা পাইয়ে দেয়ার নাম করে নানা কথা বলে ১২০০ টাকা নিয়েও আজ দেড় বছর থেকে আমার নাম পর্যন্ত খাতায় উঠেনি।
তবে এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অনুজ চক্রবর্তী প্রতিবেদককে বলেন, সরকারি কোনো কাজে ফি প্রয়োজন হয়না। অর্থ আদান-প্রদানের ব্যপারে সচেতন হওয়া উচিত। আমার নাম বিক্রি করে কেউ যদি এরকম কাজ করে থাকে এমন অভিযোগ পেলে ব্যবস্থা নেবো। আমরা এখানে সেবা দিতে বসেছি সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং কেউ যাতে এসব কাজের জন্য অর্থ প্রদান না করেন সে বিষয়ে অনুরোধ রইলো।