বিয়ানীবাজারে বিদ্যুৎ বিড়ম্বনায় ভোগান্তি, শঙ্কিত এইচএসসি পরিক্ষার্থীরা
মহসিন রনি: বিয়ানীবাজারে গত এক সপ্তাহ থেকে বিদ্যুৎ সেবার চরম অবনতিতে কষ্টে দিন পার করছেন সাধারণ মানুষ। রাতের শেষ অংশে বিদ্যুৎ বিড়ম্বনায় ভোগান্তিতে রয়েছেন লোকজন।
বিশেষ করে সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ এর রসিকতায় পড়ালেখা ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীদের।
জানা যায়, আগষ্ট মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি পরিক্ষা। কিন্তু বিদ্যুতের ভেলকিভাজিতে কয়েক হাজারের বেশি শিক্ষার্থী পরীক্ষার প্রস্তুতিতে বড় ধাক্কা খাচ্ছে। এ ছাড়াও বিদ্যুতের এমনরেসিকতায় ব্যবসায়ীদের মধ্যেও অস্বস্তি দেখা দিয়েছে। ব্যবসায়ীরা বলছেন, বিদ্যুৎ না থাকায় ক্রেতাদের আনাগোনা আগের থেকে অনেক অংশে কমে গেছে।
দিনের বেলায় তাপমাত্রার রসিকতার সাথে বিদ্যুৎ এর এমন কান্ডে সাধারণ মানুষ অনেকটাই দিশেহারা হয়ে পড়েছেন। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা।
এইচএসসি পরিক্ষার্থী মোহাম্মদ মোজ্জামিল বলেন, সন্ধ্যার পর থেকে ঘোষণা ছাড়া প্রতিদিন বিদ্যুৎ যে হারে আমাদের সেবা থেকে বঞ্চিত রাখে সেটা আমাদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাচ্ছে। আমরা সঠিক বিদ্যুৎ সেবা চাই যাতে করে প্রস্তুতি ভালো করে নিতে পারে।
ব্যবসায়ী ইদ্রিস আলী বলেন, দিনের বেলায় বিদ্যুৎ এর এমন ভেলকিবাজি মেনে নিলেও সন্ধ্যা থেকে রাতের বিভিন্ন সময় যে ঘোষণা বিহীন বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত হচ্ছি সেটা আমাদের ব্যবসায় প্রভাব ফেলছে।
এ বিষয়ে জানতে বিয়ানীবাজার জোনাল অফিসের ডিজিএম ভজন কুমার বর্মনের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করে সংযোগ পাওয়া যায়নি।