বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ভারতীয় নিষিদ্ধ বিড়িসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজারে ভারতীয় নিষিদ্ধ বিড়িসহ ২ জনকে আটক করেছে পুলিশ । আটকের পর তাদের কাছ থেকে ৪২ হাজার শলাকা নিষিদ্ধ বিড়ি উদ্ধার করা হয়। এ সময় অবৈধ ভারতীয় বিড়ি বহনকারী সিএনজি চালিত অটোরিকশাকেও জব্দ করা হয়। আটককৃতরা হলেন, নিজগ্রামের সাদ উদ্দিনের ছেলে তারেক আহমদ, জকিগঞ্জ উপজেলার বুরহানপুর গ্রামের নেছার আলীর ছেলে ফয়সাল আহমদ।

এজহার সূত্রে জানাযায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ৩ টার সময় বিয়ানীবাজার থানার অফিসার তাজুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চারখাই পয়েন্টে এসআই মাহমুদুল হাসান একদল পুলিশ নিয়ে সন্দেহভাজন একটি সিএনজি চালিত অটো রিকশাকে থামান। এরপর সেই সিএনজি থেকে ৪২ হাজার শলাকা ভারতীয় নিষিদ্ধ নাসির উদ্দিন বিড়ি উদ্ধার করেন।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ প্রতিনিয়ত অভিযান করছে। মাদকারবারীদের সন্ধান পেলে তাদের আটক করা হচ্ছে।

মঙ্গলবার ভারতীয় বিড়িসহ আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Back to top button