সিলেট

সিলেটে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ

টাইমস ডেস্কঃ নগরের স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়েছে মুনালী দাস (১৩) নামের এক শিক্ষার্থী। সে ওসমানী উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণীর শিক্ষার্থী ও নগরীর কুয়ারপাড়স্থ এলাকার প্রদীপ চন্দ্র দাসের মেয়ে।

এ ঘটনায় নিখোঁজ ওই শিক্ষার্থীর বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।

জিডি সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই বিকাল পৌণে ৫টার দিকে মুনালী দাস (১৩) নগরের রিকাবীবাজারস্থ কাজী নজরুল অডিটোরিয়ামে গানের ক্লাসে যাওয়ার উদ্দেশ্যে কুয়ারপাড়স্থ বাসা থেকে বের হয়ে যায়। সন্ধ্যা হয়ে গেলেও সে বাসায় না ফেরায় পরিবারের পক্ষ থেকে অন্য এক ছেলের অভিভাবকের সাথে যোগাযোগ করে জানতে পারেন মুনালী ক্লাসে আসেনি। পরবর্তীতে সম্ভাব্য সকল স্থানসহ আত্মীয়-স্বজনদের বাসা বাড়ীতে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।

Back to top button
error: Alert: Content is protected !!