কুলাউড়া

কুলাউড়ায় মাছ শিকারে গিয়ে প্রাণ গেল তারেকের

নিউজ ডেস্ক- মৌলভীবাজারের কুলাউড়ায় মাছ শিকারে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারেক মিয়া (৩৪) নামে এক যুবক মারা গেছেন।

রবিবার (২৩ জুলাই) দুপুরে পৌরসভাস্থ লস্করপুর এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে।

স্থানীয়রা জানান, তারেক রবিবার দুপুরে বাড়ির পাশের এক খালে মাছ শিকার করতে যান। এ সময় খালে বিদ্যুতের তার ছেঁড়া ছিলো। অসাবধানতায় ওই তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারেকের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

Back to top button
error: Alert: Content is protected !!