মৌলভীবাজার
মৌলভীবাজারে কুকুরের কামড়ে ১২জন আহত
টাইমস ডেস্কঃ মৌলভীবাজারে কুকুরের কামড়ে ১২ জন আহত হয়েছেন ।
বুধবার (১৯ জুলাই) রাকে শহরের বিভিন্ন সড়কে এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, মোঃ আজিজ মিয়া (২৫),ময়নুল ইসলাম (৩১), কালাসান (৩৩),মারজান মিয়া (২৩),আবুল হোসেন(৩৩),সোবান মিয়া (৩০), বিশ্বজিৎ (৩৫),সাইফুল মিয়া (৩০),অরপা দাস (১৫),ইউনুছ মিয়া (৩৮),শেখ মাসুদ (৬০),রাজা মিয়া (৩০)। আহতরা শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানাযায়। আহতরা মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
কুকুরের কামড়ে আহত রাজা মিয়া জানান রাত দশটার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে শমসেরনগর সড়কে হঠাৎ একটি পাগলা কুকুর দৌড়ে এসে পায়ে কামড় দেয়।
মৌলভীবাজার সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায় বিনেন্দ্র ভৌমিক জানান,কুকুর কামড় দিলে অন্তত তিনটি ভ্যাকসিন দিতে হবে।