সুনামগঞ্জ

তাহিরপুরে আগুনে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ২০ লক্ষাধিক টাকার

তাহিরপুর প্রতিনিধিঃ তাহিরপুর উপজেলায় আগুনে পুড়ে ৫টি দোকানের প্রায় ২০ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। তবে হতাহতে খবর পাওয়া যায়নি।

বুধবার রাত ১১টায় উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজারে ঘটনাটি ঘটেছে।

স্থানীয়দের ধারনা পল্লী বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে একটি মুদি দোকান,একটি হোমিওপ্যাথিক,একটি ফ্লেক্সিলোডের দোকানসহ মোবাইল, একটি ফার্মেসি ও একটি মেকানিকের দোকান রয়েছে।

জানা যায়, শ্রীপুর বাজারে হঠাৎ করেই বাজারের মেকানিক আঙ্গুর আলমের দোকানে আগুনের লেগে দ্রুত আশপাশের চারটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ব্যবসায়ীসহ বাজারের পাশের বাসিন্দাগণ ২ ঘন্টা চেষ্টা করে। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের টিম গিয়ে আগুন নিভিয়ে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনলেও ৫টি দোকান ভস্মীভূত হয়ে যায়। এছাড়াও আগুনে ৫টি দোকানের আশপাশের কয়েকটি দোকানের আংশিক ক্ষতি হয়েছে। আগুন লাগায় ভয়ে আশপাশের দোকানের মালামাল সরাতে গিয়ে কয়েক লক্ষাধিক টাকা মালামাল নষ্ট হয়েছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলী হায়দার ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষদর্শী শামসুল আলম আখুঞ্জি জানান, বাজারের ৫টি দোকান আগুনে পুড়ে একেবারেই ছাই হয়েছে। এর আশপাশের কয়েকটি দোকানের আংশিক ক্ষতি হয়েছে। আগুনে ২০ লক্ষাধিক টাকার বেশি ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা একবারে পথে বসেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা জানান, খবর পেয়েই ফায়ারসার্ভিস টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসির সহযোগিতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

Back to top button