বিয়ানীবাজারে পাড়া মহল্লায় নীরবে চলছে সুদ ব্যবসা!

মহসিন রনি : বিয়ানীবাজারে দিন দিন নীরবে পাড়া মহল্লায় বেড়ে উঠছে সুদের ব্যবসা। অধিক মুনাফা লাভের আশায় হাজার টাকা থেকে শুরু করে বৃহৎ পরিমাপের সুদ দিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। পৌরশহরের বিভিন্ন এলাকায় নীরবে বাড়ছে এ সকল সুদের ব্যবসা যার মধ্যে উল্লেখযোগ্য হারে সুদ এনে অনেক দিনমজুর নিস্ব হয়ে অনাহারে দিনযাপন করছেন তবে এদের মধ্যে বেশিরভাগই মুখ খুললেন না, অভাবের তারনায় কিংবা অসহায়ত্বে কোনো পথ না পেয়ে সুদ এনে চলতে হচ্ছে তাদের। যেখানে হাজারে মুনাফা হিসেবে গুনতে হয় দুই হাজার টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক রিকশাচালক বলেন, গতমাসে রিকশার ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার ফলে বিপাকে পড়ি সেই ব্যাটারির টাকা জোগার করতে না পেরে সুদে পরিচিত এক ভাইয়ের কাছ থেকে টাকা ধার নেই যেখানে হাজারে দুই শত টাকা গুনতে হবে।
বেশিরভাগ এসব সুদের ব্যবসার সাথে জড়িত রয়েছেন স্থানীয় থেকে শুরু করে অনেক প্রভাবশালী ব্যক্তি। যেখানে ভুক্তভোগী হিসেবে নিস্ব হচ্ছেন সাধারণ দিনমজুর’রা যাদের মধ্যে সিংহভাগ প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারে এসে বাস করছেন জীবিকা নির্বাহের জন্য।
এ বিষয়ে সাংবাদিক তোফায়েল আহমেদ বলেন, সুদ নেওয়া এবং দেওয়ার বিষয়ে ধর্মীয় ভাবে ইসলামে বিভিন্ন ধরাবাঁধা রয়েছে এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে এটি একটি অপরাধ। ইদানীং দিনমজুরদের মধ্যে এই সংখ্যা বাড়ছে যেটা নীরব ঘাতক হয়ে দাড়িয়েছে। সকলের উচিত এ বিষয়ে সচেতনতা অবলম্বন করা এবং অধিক মুনাফা লাভের আশায় যারা সুদের ব্যবসা করছেন তাদের চিহ্নিত করা৷