সিলেট

কতোয়ালির ওসি’র বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের অভিযাগ

টাইমস ডেস্কঃ সিলেট নগরীতে সড়ক দূর্ঘটনার খবর পেয়ে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের পিটুনির শিকার হয়েছেন এক সাংবাদিক। এ সময় হেনস্তার শিকারও হন আরো এক সাংবাদিক। রোববার বিকেল ৫টার দিকে নগরের নাইওরপুল পয়েন্ট সংলগ্ন ইম্পেরিয়াল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিকের নাম এটিএম তুরাব। তিনি দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার ও দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
গণমাধ্যকর্মীদের অভিযোগ, হঠাৎ কোতোয়ালি মডেল থানার ওসি সংবাদকর্মীকে বেধড়ক পিটিয়ে হেনস্তা করেছেন।

জানা যায়, রোববার বিকেলে সোয়া ৪টার দিকে সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টে বেপরোয়া ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালক নিহত হন। এ সংবাদটি পেয়ে ঘটনাস্থলে ছুঁটে যান গণমাধ্যমকর্মীরা। এসময় উৎসুক জনতা রাস্তার একপাশে দাঁড়িয়ে ঘটনাটি দেখছিলেন আর গণমাধ্যমকর্মীরা নিজেদের পেশাগত দায়িত্বপালন করছিলেন। একপর্যায়ে হঠাৎ পুলিশ আক্রমণাত্মক হয়ে উঠে। এসময় কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদের হাতে থাকা লাঠি দিয়ে সাংবাদিক এটিএম তুরাবকে আঘাত করতে থাকেন। তখন পুলিশের হাত থেকে বাঁচাতে গেলে দৈনিক মানব কণ্ঠের সিলেট প্রতিনিধি মিঠু দাস জয় তাকেও হেনস্তা করেন ওসিসহ আরো এক ট্রাফিক সার্জেন্ট।

ঘটনার বর্ণনা দিয়ে সাংবাদিক এটিএম তুরাব বলেন, কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ হঠাৎ আক্রমণাত্মক হয়ে উঠে আমাকে লাঠি পেটা চার্জ, চড় থাপ্পড় মারেন। তখন আমি নিজের পরিচয় দিলেও ওসি না শুনে লাঠি দিয়ে আঘাত করতে থাকেন। মুহূর্তের মধ্যে কী ঘটে গেল, কিছুও বোঝার আগেই আমার হাতে থাকা মোবাইল ফোন টান দিয়ে নিতে চান এবং রাস্তার পাশে থাকা একটি হাসপাতালের সামনে নিয়ে যান। এসময় আমার আইডি কার্ড ঝুলানো ছিলো, তবে ওসি’র গায়ে ইউনিফর্ম ছিলো না। একটি টি-শার্ট পরনে ছিলো।

তিনি আরো বলেন, নগরে ট্রাক চলাচলের জন্য রাত ১০টার পর সময়সীমা বেধে দেয় সিটি করর্পোরেশন। কিন্তু এটি উপেক্ষা করে পুলিশকে ম্যানেজ করে দিনে বেলাও নগরে ট্রাক চলাচল করতে দেখা যায়। এনিয়ে দৈনিক জালালাবাদে সংবাদ প্রকাশ হয়। এই ক্ষোভ থেকেই ওসি মোহাম্মদ আলী মাহমুদ হয়তো আমার উপর হামলা করেছেন। এরপর ঘটনাস্থলে উপস্থিত অতিরিক্ত উপ-কমিশনার সাদেক কাউসার দস্তগীর এগিয়ে এসে তাৎক্ষণিক ঘটনার জন্য দুঃখপ্রকাশ করলেও ওসি দাঁড়িয়ে ছিলেন।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সুদীপ দাস দৈনিক জালালাবাদকে বলেন, সাংবাদিককে লাঠি দিয়ে আঘাতের বিষয়টি অত্যন্ত দু:খজনক। আমি ঘটনাটি নিয়ে ওসি সাথে কথা বলেছি। তিনি নিজের ভুল স্বীকার করেছেন এবং বিষয়টি ভ‚ল বোঝাবুঝি হয়েছে।

Back to top button