প্রবাস
দেশে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে লন্ডনে মানববন্ধন
লন্ডন প্রতিনিধি- সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার দৃষ্টান্তমূলক বিচার, দেশব্যাপী সাংবাদিক নির্যাতন বন্ধ ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে লন্ডনে সমাবেশ ও মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
রবিবার (২৫জুন) যুক্তরাজ্যে বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন ইউকে-বাংলা প্রেস ক্লাব পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে এই কর্মসূচির আয়োজন করে।
সংগঠনের সভাপতি রেজা আহমদ ফয়সল চৌধুরী সোয়েবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সভাপতি কে এম আবু তাহের চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, এনাম চৌধুরী, খান জামাল নুরুল ইসলাম, আরিফ আল মাহফুজ, শামছুল ইসলাম সোমেল, জুবায়ের আহমদ, জামান আহমেদ সিদ্দিকী প্রমুখ।