বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রান গেলো স্কুলছাত্রের

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজারে মোটর সাইকেল দূর্ঘটনায় প্রাণ হারালো আরেক কিশোর আয়মান (১৫)। সে দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। শুক্রবার সন্ধ্যায় সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরপারে পাড়ি জমায় উপজেলার মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রামের আব্দুল আজিজ ড্রাইভারের নাতি আয়মান।

স্বজনরা জানান, গত মঙ্গলবার সকালে বিয়ানীবাজার পৌরশহরের প্রধান সড়কের দক্ষিন বাজারে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে খুটির সাথে ধাক্কা খেয়ে আহত হয় বলে তাদেরকে জানানো হয়। পরে সেখান থেকে আহত অবস্থায় রিক্সাচালকরা তাকে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করেন। পরে গুরুতর আহত হলে আয়মানকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

শনিবার সকাল ১১টায় জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বজনরা।

Back to top button