প্রবাস

ফ্রান্সের প্যারিসে বড়লেখার তরুণের লাশ উদ্ধার

ফ্রান্স প্রতিনিধিঃ ফ্রান্সের প্যারিসে সোহেব নামে এক বাংলাদেশী প্রবাসীর তরুনের লাশ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। তার গলায় কাটা চিহ্ন রয়েছে। এঘটনায় দু’জন মেস মেম্বার ও অপর এক বাংলাদেশীকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। সোহেব মানসিকভাবে অসুস্থ ছিলো বলে জানা যায়।

তার দেশের বাড়ী সিলেটের মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চান্দগ্রামে। সে কয়েক মাস পূর্বে সে ফ্রান্সের প্যারিসে আসে। তবে নিহত সোহেবকে কেউ হত্যা করেছে নাকি সে আত্মহত্যা করেছে তা পুলিশ রিপোর্টের পর জানা যাবে।

সদ্য প্রবাসে আসা তরুণ সোহেবের মৃত্যুতে ফ্রান্স প্রবাসী বাঙালীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ফ্রান্স প্রবাসী আরেক বাংলাদেশী সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা আবুল খায়ের চৌধুরী হত্যাকান্ডের মাসখানেক যেতে না যেতেই তরুণ সোহেবের এমন মৃত্যুতে স্তম্ভিত, ক্ষুদ্ধ ও আতংকিত ফ্রান্স প্রবাসী বাংলাদেশীরা। এদিকে, সোহেবের মরদেহ দেশে পাঠাতে তার নিজ এলাকার সকল প্রবাসীরা কাজ করছেন বলে নিশ্চিত করেছেন স্বজনরা।

Back to top button