মৌসুমি ফলে মুখর বিয়ানীবাজার
মহসিন রনি : প্রকৃতির বদলে যাওয়ায় প্রতিবছরই মৌসুম এলে ফুলে ফলে ভরে ওঠে চারপাশ। গ্রীষ্মকালীন নানা ধরনের ফলে এখন মুখোর বিয়ানীবাজারের স্থানীয় বাজার গুলো যেখানে স্থানীয় জলঢুপের কাঠাল থেকে শুরু রয়েছে আনারসের সমাহার। তবে প্রতিবছর একই মৌসুমে আমের রপ্তানিতে বাজার জুড়ে পাকা আমের ঘ্রাণে ভরে উঠেছে।
সরেজমিন বিয়ানীবাজার পৌরশহর ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি বাজারেই গ্রীষ্মকালীন মৌসুমি ফলের সমারোহ। এসব ফলের মধ্যে রয়েছে লিচু, কাঁঠাল, আম, তালের শ্বাস, আনারস ইত্যাদি। এসব ফলের গন্ধ সুবাস ছড়াচ্ছে প্রতিটি বাজারে। গ্রীষ্মকালীন মৌসুমি ফলের মধ্যে বর্তমানে বাজারে ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে লিচু। এ ছাড়া পৌরসভার প্রায় প্রতিটি পাড়া-মহল্লায়ও ভ্যানে করে মৌসুমি ফল বিক্রি করছেন অনেকে। বাজারগুলো থেকে কিছুটা কম দামেই ফল বিক্রি হচ্ছে ভ্যানের ভ্রাম্যমাণ দোকানগুলোয়।
ভ্রাম্যমাণ ফল ব্যবসায়ী শফিক বলেন, আগে ভ্যানে করে সবজি বিক্রি করতাম। এখন মৌসুমি ফলের চাহিদা বেশি। তাই ফল বিক্রি করছি। দাম কিছুটা বেশি হলেও মানুষ ফল কিনছেন। এতে আমাদের লাভও ভালো হচ্ছে। ব্যবসায়ী লালু জানান, এ বাজারে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আম এবং কাঠাল। প্রকার ভেদে প্রতিটি কঠাল বিক্রি হচ্ছে একশো থেকে শুরু করে প্রকারভেদে ২ থেকে ৩ টাকা পর্যন্ত।