বিয়ানীবাজার সংবাদ

কোরবানির পশুর হাটের আগেই প্রস্তুত খামার মালিকরা

মহসিন রনি : কোরবানির ঈদের বাকি এক সপ্তাহের কম তবে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারের স্থানীয় খামার মালিকরা। অতীতের তুলনায় এ বছর দেশীগরুর চাহিদা বেশি এমনটা বলছেন খামার মালিকরা। দেশীয় বিভিন্ন জাতের গরু দিয়ে সাজিয়েছেন তাদের খামার উপজেলার বিভিন্ন ইউনিয়ন সহ পৌরসভার কয়েকশো খামার মালিক। হাটবাজার গুলো জমে উঠার আগেই খামার গুলোতে বেড়েছে ক্রেতাদের আনাগোনা অনেকেই পছন্দসই দামাদামি করে কোরবানির জন্য নিয়ে যাচ্ছেন পছন্দের গরু।

সরেজমিনে বিয়ানীবাজার পৌরসভার নিদনপুর এলাকার আবুল তালিব ডেইরি নামের খামার ঘুরে দেখা যায় দেশী গরুর সংগ্রহ রয়েছে তাদের খামারে। প্রতিদিন এসব গরুর চাহিদা রয়েছে বিভিন্ন জাতের খাবারের যেখানে খামার মালিককে গুনতে হয় কয়েক হাজার টাকা।

আবু তালিব ডেইরি ফার্ম এর মালিক আবুল তালিব প্রতিবেদককে জানান, গত বছরের তুলনায় এ বছর দেশীয় গরুর চাহিদা বেশি থাকবে, তার খামারে মাঝারি থেকে শুরু করে বড় সব ধরনের দেশী গরু রয়েছে। তবে ৮০ হাজার টাকা থেকে শুরু করে ১ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে মূল্যের গরুর চাহিদা বেশি রয়েছে। প্রতিদিনই ক্রেতারা এসে গরু দেখে যান আশা করছি সময় বাড়ার সাথে সাথে বিক্রি বাড়বে।

ব্যবসায়ী ময়ইদুল ইসলাম বলেন, প্রতিবারের ন্যায় এবারো আমি দেশি গরুর সংগ্রহ করেছি। আশা করছি এবার ব্যপক সাড়া পাবো, চাহিদা এবং দাম সব কিছু বিবেচনায় আনলে দেশী গরু চাহিদা সবার উপরে।

Back to top button