সিলেট
২৪ কেন্দ্রের ফলাফল : নৌকা ১৬৪৯০, লাঙ্গল ৫৫৯৯
সিলেট সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া সিলেটে চলে ভোটগ্রহণ। ভোটগ্রহণের সময় বিকাল ৪টা পর্যন্ত থাকলেও কয়েকটি কেন্দ্রের ভেতরে ভোটারদের লাইন থাকায় ৪টার পরেও কিছুক্ষণ কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়।
সাড়ে ৪টা থেকে আসতে শুরু করে ফলাফল। এখন পর্যন্ত ২৪টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে নৌকা প্রতীকে প্রার্থী আনোয়ারুজ্জামান পেয়েছেন ১৬৪৯০টি ও লাঙ্গল প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ৫৫৯৯ টি ভোট।